সঠিক উত্তর হচ্ছে: রাউটার
ব্যাখ্যা: নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে রাউটার ব্যবহার করা হয়।\n\nরাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। ডেটা প্যাকেট হচ্ছে ডেটার ব্লক বা ডেটার সমষ্টি। রাউটার ডেটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পাথ(path) ব্যবহার করে।