সঠিক উত্তর হচ্ছে: 18 দিন
ব্যাখ্যা: আরব-ইসরাইল যুদ্ধ____________
\n? প্রথম আরব-ইসরাইল যুদ্ধ (১৯৪৮-১৯৪৯ খ্রি.) : এ যুদ্ধের ফলে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
\n? দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৫৬ খ্রি.) : মিশরের জামাল আব্দুল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করলে ইসরাইল যুদ্ধ ঘোষণা করে। রাশিয়ায় মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি ইসরাইল মেনে নেয়।
\n? তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৬৭ খ্রি.) : মাত্র ৬ দিনের এ যুদ্ধে ইসরাইল জেরুজালেমের অধিকাংশ এলাকা, সিরিয়ার গোলান মালভূমি, মিশরের সিনাই উপদ্বীপ এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা দখল করে।
\nচতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ (১৯৭৩ খ্রি.) : মাত্র ১৮ দিনের এ যুদ্ধের পর আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর উপর তেল অবরোধ করে।