সঠিক উত্তর হচ্ছে: রামায়ণ
ব্যাখ্যা: মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন।\n\nমধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। তিনি \'রামায়ণ\' অনুবাদক প্রথম মহিলা কবি । তবে তিনি রামায়ণ রচনা পূর্বেই মৃত্যুবরণ করেন । তিনি রামায়ণ ছাড়াও রচনা করেন দুইটি কাব্য - \'মলুয়া\' ও \'দস্যু\' কেনারামের পালা।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]