সঠিক উত্তর হচ্ছে: ৩০%
ব্যাখ্যা: ১ জানুয়ারি, ২০২২ সালে কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য জোট RCEP তে বিশ্বের প্রায় ৩০% মানুষ বাস করে। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি বলার কারণ এটাই যে এখানে পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ও এক-তএক-তৃতীয়াংশ জিডিপির অংশীদার। চুক্তিবদ্ধ ১৫ টি দেশে ভোক্তা রয়েছে প্রায় ২২০ কোটি।[ততথ্যসূত্রঃ প্রথম আলো]