সঠিক উত্তর হচ্ছে: Weber
ব্যাখ্যা: চৌম্বক বলরেখা দ্বারাই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি ও এর প্রক্রিয়াদি সম্পাদিত হয় বলে যেকোনো স্থানের চৌম্বক তীব্রতা ঐ স্থানের প্রতি একক ক্ষেত্রফলে (অর্থাৎ এক বর্গমিটারে) কতটা বলরেখার অস্তিত্ব আছে তা দ্বারা নির্ধারিত হওয়া স্বাভাবিক। প্রতি বর্গমিটারে চৌম্বক বলরেখার এই সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে।\nফ্লাক্স ঘনত্বের প্রতীক B। চৌম্বকক্ষেত্রের কোনো স্থানের ক্ষেত্রফল A এবং তলটির সাথে সমকোণে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স Φ হলে\nচৌম্বক ফ্লাক্স ঘনত্ব B = Φ/A\nবা, Φ = AB\nB এর একক তাই হবে Wbm-2. এর অন্য নাম Tesla (সংক্ষেপে T)।