সঠিক উত্তর হচ্ছে: উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য
ব্যাখ্যা: মূলত ক্যাম্বিয়ামের তৎপরতায়ই বর্ষবলয় গঠিত হয়ে থাকে। বর্ষবলয় : প্রতিবছর পর্যায়ক্রমে উৎপন্ন বসন্তকালীন কাষ্ঠ ও শরৎকালীন কাষ্ঠ মিলে যে বলয়ের সৃষ্টি করে তাকেই বর্ষবলয় বলে। বসন্ত ঋতুতে যখন বিভিন্ন উদ্ভিদে নতুন নতুন পাতা গজায় তখন ওই সব পাতা কচি থাকে বলে তাদের বিপাকক্রিয়া অত্যধিক হয়ে থাকে