সঠিক উত্তর হচ্ছে: উপরের কোনটিই নয়
ব্যাখ্যা: একটি লাল রক্ত কণিকার কার্যকরী জীবনকাল প্রায় ১০০-১২০ দিন হয়, সেই সময়ে রক্তের রক্ত কণিকা ক্রমাগত রক্ত প্রবাহের ধাক্কায় (ধমনীতে), টান (শিরাগুলিতে) এবং দু\'টির সংমিশ্রণে মিশ্রিত হয়ে ক্রমবর্ধমান ভাবে সঞ্চালিত হতে থাকে। মাইক্রোভ্যাসেল যেমন- কৈশিক। এগুলি অস্থি মজ্জে পুনর্ব্যবহৃত হয়।