নিচের অপশন গুলা দেখুন
- রক্তাক্ত প্রান্তর
- মহাশ্মশান
- আকবরনামা
- পানিপথ
কায়কোবাদ (১৮৫৭-১৯৫১):
- আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- কায়কোবাদের \'মহাশ্মশান\' হচ্ছে মহাকাব্য। তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয়-পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে ‘মহাশ্মশান’।
- এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন।
উৎসঃ বাংলাপিডিয়া।
- উল্লেখ্য, মুনীর চৌধুরী রচিত \'রক্তাক্ত প্রান্তর\' নাটকের উপজীব্যও পানিপথের তৃতীয়যুদ্ধ।