সঠিক উত্তর হচ্ছে: টাইফুন
ব্যাখ্যা: ? দক্ষিণ এশিয়াতে আমরা যাকে সাইক্লোন বলি, আমেরিকাতে সেটাকে হ্যারিকেন (Hurricane শব্দটি ‘হুরাকান’ শব্দ থেকে এসেছে। ‘হুরাকান’ শব্দে অর্থ ‘ঝড়ের দেবতা’ বা ‘মায়া দেবতা’) এবং
\n? দূর-প্রাচ্যের দেশগুলোতে টাইফুন (Typhoon) বলে। চীন সাগর, জাপান সাগর, প্রশান্ত মহাসাগর ইত্যাদি অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে ‘টাইফুন’। ‘টাইফুন’ শব্দটি ‘তুফান’ শব্দ থেকে এসেছে।
\n? অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ‘উইলী উইলী’। ফিলিপাইন দ্বীপপুঞ্জের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বলে ‘বাগুইও’।
\n? ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড়কে বলে ‘জোয়ান’।
\n? মঙ্গল গ্রহে ঘূর্ণিঝড়কে বলে ‘গ্রেট রেট স্পট’।
\n? নেপচুনের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলে ‘ডার্ক স্পট’ বা ‘Wizard’s eye’। যার অর্থ হলো জাদুকরের চোখ। এই ঘূর্ণিঝড়টি যাদুকরের চোখের মত দেখতে, তাই এটিকে যাদুকরের চোখ বলা হয়।\n