সঠিক উত্তর হচ্ছে: ক্লোনিং
ব্যাখ্যা: \nএকটি জীব অথবা এক দল জীব, যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা তাকে ক্লোনিং বলে। একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটিমাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয় তখন তাকেও ক্লোনিং বলে। প্রকৃতিতে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশির ভাগ প্রোটোজোয়া, প্রোটোজোয়া এবং ইস্ট ছত্রাক বংশবৃদ্ধি করে ক্লোনিং দ্বারা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রয়োজন বোধে কোন বিশেষ জিনের সংখ্যাবৃদ্ধি ঘটিয়ে তার প্রতিলিপি তৈরি করা হয়।
\n\n? বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম টেট্রা।
\n\n? মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ক্লোন মানব শিশু ‘ইভ’ (কন্যা সন্তান) এর জন্ম হয়।\n