সঠিক উত্তর হচ্ছে: ফ্রান্স-ব্রিটেন
ব্যাখ্যা: ইংলিশ চ্যানেল (ইংরেজি: English Channel ইংগ্লিশ্ চ্যান্ল্, ফরাসি ভাষায়: La Manche লা মঁশ্) পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর যা দক্ষিণে ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডস্থিত রাষ্ট্র ফ্রান্স এবং উত্তরে গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।