সঠিক উত্তর হচ্ছে: .অর্থের যোগান উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় অধিক হওয়াকে
ব্যাখ্যা: কোন নির্দিষ্ট সময়কালে (সাধারণত এক বৎসর) পণ্য-সেবার মূল্য স্থানীয় মুদ্রার অংকে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলে। সাধারণত মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে অতপর অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকে। মুদ্রাস্ফীতির কারণ গুলোকে প্রদানত দুইভাগে ভাগ করা যায়ঃ-১। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ,২। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। (তথ্যসূত্র-বোর্ড বই নবম-দশম শ্রেণি)