সঠিক উত্তর হচ্ছে: BBS
ব্যাখ্যা: BBS এর পূর্ণরূপ হলো Bangladesh Bureau of Statistics বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।\n১৯৭৪ সালের আগস্ট মাসে পূর্ববর্তী বৃহত্তর চারটি পরিসংখ্যান সংস্থার (পরিসংখ্যান ব্যুরো, কৃষি পরিসংখ্যান ব্যুরো, কৃষি শুমারি কমিশন এবং আদমশুমারি কমিশন) অবলুপ্তি ঘটিয়ে \"বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো\" প্রতিষ্ঠা করা হয়।