ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।এখানে 3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস 6 সে.মি. অর্থাৎ এই বৃত্তে একমাত্র ব্যাসেরই দৈর্ঘ্য 6 সে.মি. হওয়া সম্ভব, তাই এর কেন্দ্র থেকে উক্ত জ্যা এর দূরত্ব হবে শুন্য।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।