সঠিক উত্তর হচ্ছে: সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: “অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়” পঙক্তিটির স্রষ্টা সুধীন্দ্রনাথ দত্ত । সুধীন্দ্রনাথ দত্তের \'ক্রন্দসী\' (১৯৩৭) কাব্যগ্রন্থের ‘উটপাখি’ কবিতার বিখ্যাত পঙক্তি ‘অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। এলিয়টের প্রভাবে রচিত ‘উটপাখি’ কবিতায় সমাজের নানাবিধ দুর্দশা প্রত্যক্ষ করেও মরুভূমির বালিতে উটপাখির মতো মাথা গুজে থাকা মধ্যবিত্ত শ্রেণিকে প্রতীকায়িত করা হয়েছে।