সঠিক উত্তর হচ্ছে: কেন্দ্রমুখী বল
ব্যাখ্যা: মহাকর্ষ ও অভিকর্ষ (Gravitation & Gravity) \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। \r\n\r\n? দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিক বা মাধ্যাকর্ষণ বলে অর্থাৎ কোনাে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। \r\n\r\n? অভিকর্যও এক ধরনের মহাকর্ষ। অভিকর্ষ বল একটি কেন্দ্রমুখী বল । মাধ্যাকর্ষণ বলের বা অভিকর্ষের জন্য পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা পৃথিবী থেকে ছিটকিয়ে পড়ি না। \r\n\r\n? পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆