সঠিক উত্তর হচ্ছে: ময়মনসিংহ ও নেত্রকোনা
ব্যাখ্যা: বাংলাদেশের একটি আদিবাসী। এদের বাস নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর উপজেলায়। এছাড়া বাংলাদেশের আর কোথাও এদের কোন অস্তিত্বের প্রমান পাওয়া যায়নি। বর্তমানে এদের সংখ্যা ৩০০০ জনের মত। গত শতাব্দির মাঝামাঝি সময়ে এরা খুব দাপটের সাথে বসবাস করেছে। এবং ঐতিহাসিক হাজং বিদ্রোহ, তেভাগা আন্দোলন, টংক আন্দোলন, ইত্যাদির নেত্রিত্বের সারিতে এদের অগ্রনী ভুমিকা ছিল।