সঠিক উত্তর হচ্ছে: চামার
ব্যাখ্যা: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, \'তৎ\' (তার) থেকে \'ভব\' (উৎপন্ন)।
যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
বোষ্টম, জ্যোছনা, গিন্নী, কুচ্ছিত ইত্যাদি অর্ধ-তৎসম শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি