সঠিক উত্তর হচ্ছে: বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: আধুনিক বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন বিহারীলাল চক্রবর্তী। এজন্যে তাকে বাংলা সাহিত্যে গীতি কবিতার জনক বলা হয়। রবীন্দ্রনাথ তার ভাবশিষ্য ছিলেন। রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি হিসেবে অভিহিত করেন৷ বঙ্গসুন্দরি (১৮৭০) তার প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ। তবে তার শ্রেষ্ঠ গীতিকবিতা গ্রন্থ হলো সারদা মঙ্গল (১৮৭৯) । (সূত্রঃ Hello BCS লেকচার)