সঠিক উত্তর হচ্ছে: যদি দোষ স্বীকার কর, তাহলে তোমাকে কোন শাস্তি দেব না
ব্যাখ্যা: যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর: যৌগিক বাক্যের অন্তর্গত পরস্পর নিরপেক্ষ বাক্য দুটির প্রথমটির পূর্বে \'যদি\' কিংবা \'যদিও\' এবং দ্বিতীয়টির পূর্বে \'তাহলে\' কিংবা \'তথাপি\' অব্যয়গুলো ব্যবহার করতে হয়৷
যেমন– যৌগিক বাক্য- দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না৷
মিশ্র বাক্য- যদি দোষ স্বীকার কর, তাহলে তোমাকে কোন শাস্তি দেব না।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।