সঠিক উত্তর হচ্ছে: ক+খ
ব্যাখ্যা: দিন দিন = প্রতিদিন ; কূলের সমীপে = উপকূল : মিলের অভাব = গরমিল। এই পদগুলিকে ‘প্রতি’; ‘উপ’, ‘গর’¾ উপসর্গ বা অব্যয় পদ পূর্বে বসে সমাস হয়েছে এবং অব্যয়ের অর্থই প্রধানরুপে বোঝাচ্ছে; পরপদগুলি বিশেষ্য।
\n\nযে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় এবং অব্যয় পদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
\nঅনুতাপ = তাপের পশ্চাৎ ; অনুগমন = গমনের পশ্চাৎ
\n\nআকর্ণ = কর্ণ পর্যন্ত ; আমৃত্যু = মৃত্যু পর্যন্ত
\n\nআমরণ = মরণ পর্যন্ত ; আনত = ঈষৎ নত
\n\nউপগ্রহ = গ্রহের সদৃশ/ক্ষুদ্র ; উপাধ্যক্ষ = অধ্যক্ষের সদৃশ্য
\n\nউপকূল = কূলের সমীপে ; প্রতিক্ষণ = ক্ষণে ক্ষণে\n