সঠিক উত্তর হচ্ছে: ধ্বনিতত্ত্বে
ব্যাখ্যা: ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি: a.ধ্বনিতত্ত্ব, b.শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, c.বাক্যতত্ত্ব বা পদক্রম এবং d.অর্থতত্ত্ব।\nধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় : ধ্বনি, এর উচ্চারণ-রীতি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]