সঠিক উত্তর হচ্ছে: পঞ্চাশের মন্বন্তর
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯-৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক \"নেমেসিস\" । ১৯৪৪ সালে নাটকটি \"শনিবারের চিঠি\" পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৮ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় । নাটকটি চোরাকারবারীর শিকার সুরজিত নন্দীর অনুশোচনা,যন্ত্রণা,দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তির বিষয়বস্তু । সম্পূর্ণ নাটকটি এক চরিত্র বিশিষ্ট ।