সঠিক উত্তর হচ্ছে: বরফ গলা নদী
ব্যাখ্যা: উপন্যাসঃ\nশেষ বিকেলের মেয়ে (১৯৬০) প্রথম উপন্যাস। প্রকাশক: সন্ধানী প্রকাশনী (রোমান্টিক প্রেমের উপাখ্যান)\nহাজার বছর ধরে (১৯৬৪) আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত আখ্যান। (চলচ্চিত্ররূপ (২০০৫)\nআরেক ফাল্গুন (১৯৬৯) বায়ান্নর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত কথামালা।\nবরফ গলা নদী (১৯৬৯) প্রথম প্রকাশ: \'উত্তরণ\' সাময়িকী। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্ব গাথা।\nআর কতদিন (১৯৭০) অবরুদ্ধ ও পদদলিত মানবাত্নার আন্তর্জাতিক রূপ এবং সংগ্রাম ও স্বপ্নের আত্মকথা।\nকয়েকটি মৃত্যু\nএকুশে ফেব্রুয়ারি (১৯৭০)\nতৃষ্ণা (১৯৬২)\n\nগল্পসমগ্রঃ\nসূর্যগ্রহণ প্রথম গল্পগ্রন্থ (১৩৬২ বঙ্গাব্দ)\n\'সোনার হরিণ\n\"সময়ের প্রয়োজনে\nএকটি জিজ্ঞাসা\nহারানো বলয়\nবাঁধ\nনয়াপত্তন\nমহামৃত্যু\nভাঙাচোরা\nঅপরাধ\nস্বীকৃতি\nঅতি পরিচিত\nইচ্ছা অনিচ্ছা\nজন্মান্তর\nপোস্টার\nইচ্ছার আগুনে জ্বলছি\nকতকগুলো কুকুরের আর্তনাদ\nকয়েকটি সংলাপ (১৯৭১)\nদেমাক\nম্যাসাকার\nএকুশের গল্প\n\nঅন্যান্য রচনাঃ\nপাকিস্তান থেকে বাংলাদেশ (প্রবন্ধ), কলকাতার ঐতিহ্যবাহী \'পরিচয়\' সাহিত্যপত্রের বাংলাদেশ সংখ্যায় (জুলাই ১৯৭১) এ প্রকাশিত হয়।\n\nঅক্টোবর বিপ্লব ও সোভিয়েত চলচ্চিত্র (প্রবন্ধ), সোভিয়েত বিপ্লবের ৫০ তম বার্ষিকী উপলক্ষে অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লব উদ্যাপন কমিটির (ঢাকা) স্মরণিকা \'তরঙ্গ\'-এ (নভেম্বর, ১৯৬৭) প্রকাশিত হয়।\n\nওদের জানিয়ে দাও (কবিতা)\nজহির রায়হান রচনাবলি ১ম খণ্ড\nজহির রায়হান রচনাবলি ২য় খণ্ড\n\nপত্রিকা সম্পাদনা\nএক্সপ্রেস (ইংরেজি সাপ্তাহিক)\nপ্রবাহ (বাংলা মাসিক)\n\nচলচ্চিত্র\nসহকারী পরিচালক হিসেবে\nজাগো হুয়া সাভেরা (১৯৫৯)\nএদেশ তোমার আমার (১৯৫৯)\nনবারুণ (১৯৬০)\nযে নদী মরুপথে (১৯৬১)