সঠিক উত্তর হচ্ছে: শূন্যপূরাণ
ব্যাখ্যা: রামই পন্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বমূলক গ্রন্থ হলো ‘শূন্যপুারণ’। গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায়ে আছে সৃষ্টিতত্ত্বের বর্ণনা। বাকি অধ্যায়ে বিচিত্র প্রকার ধর্মপূজার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এটি গদ্য ও পদ্য মিলিয়ে রচিত। এজাতীয় রচনাকে চম্পুকাব্য বলে। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।