সঠিক উত্তর হচ্ছে: লিস্ফোসিয়াট
ব্যাখ্যা: মানবদেহে রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিক হলো ত্বক, অশ্রু, শ্লেষ্মা, মুখের লালা, চোখের (cilia), পাকস্থলি এসিড ইত্যাদি। অশ্রু, শ্লেষ্মা বিদ্যমান একপ্রকার এনজাইম হলো লাইসোজাইম । লিম্ফোসাইট হলো একপ্রকার শ্বেত রক্তকণিকা তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত।