সঠিক উত্তর হচ্ছে: দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা: প্রথমে উত্তরে,পরে বামে ঘুরে পশ্চিমে। এবার আবারও বামে ঘুরে দক্ষিণে গিয়ে ডানে(এখন ফিগার এঁকে খেয়াল দেখলে বুঝা যাবে যে দক্ষিণের বাম দিক অন্যান্য রেখার উপর ভিত্তি করে ডান হিসেবে কনসিডার করতে হবে) ৪৫ ডিগ্রী কোণে ঘুরে দাঁড়ালো অর্থাৎ সে তৃতীয় চতুরভাগে অবস্থান করছে। সুতরাং বলা যায় সে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।