সঠিক উত্তর হচ্ছে: ১০৫ডিগ্রি
ব্যাখ্যা: ঘড়িতে ঘন্টার কাঁটার জন্য ১ ঘরের পার্থক্য ৩০ডিগ্রি এবং মিনিটের কাঁটার জন্য পার্থক্য ১/২ ডিগ্রি। ৯ঃ৩০মিনিটে ঘন্টার কাঁটা ৯টায় অবস্থান হতে ৩০মিনিট এগিয়ে থাকে এবং মিনিটের কাঁটা সোজা ৬টা বরাবর অবস্থান করে। (৯-৬)=৩ ঘন্টা, অতএব উভয় কাঁটার ব্যবধান=(৩*৩০) +(৩০*১/২) =১০৫ডিগ্রি