সঠিক উত্তর হচ্ছে: উপন্যাস
ব্যাখ্যা: কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস। সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলা সাহিত্যের অসামান্য কথাশিল্পী। এছাড়াও তার ‘লালসালু ’ও ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস রয়েছে।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]