সঠিক উত্তর হচ্ছে: লুব্ধক
ব্যাখ্যা: লুব্ধক (Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। এর অপর নাম \"স্বাতী নক্ষত্র\"। লুব্ধক এত উজ্জ্ব্ল দুটি কারণে- এর স্বকীয় উজ্জ্ব্লতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী।