সঠিক উত্তর হচ্ছে: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: উনিশ শতকে বাংলার যে লিখিত রূপ গড়ে উঠে, তার নাম দেওয়া হয় সাধুভাষা। সংস্কৃত ব্যুৎপত্তিসম্পন্ন মানুষের ভাষাকে \'সাধুভাষা\' বলে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়। পরে রামমোহন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর,ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর,অক্ষয়কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ গদ্যশিল্পীগণ এই সাধু ভাষার মাধ্যমেই তাদের সাহিত্যকীর্তি প্রতিষ্ঠিত করেছেন। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরামচিহ্ন ব্যবহার করে ভাষার গতিশীলতা আনয়ন করেছেন এবং বাংলা সাধু গদ্যের পূর্ণরূপ বা অবয়ব দিয়েছেন। তাই তাকে মূলত সাধু ভাষার জনক বলা হয়।