সঠিক উত্তর হচ্ছে: সেলুকাসের দূত
ব্যাখ্যা: প্রথম জীবনে মেগাস্থিনিস গ্রিক বীর এবং সিরিয়ার অধিপতি সেলুকাসের প্রতিনিধি হিসেবে অ্যারোকোশিয়ার রাজসভায় কাজ করেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে কয়েক বছর অবস্থান করে ভারত সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা লাভ করেন। মেগাস্থিনিস তাঁর সেসব অভিজ্ঞতা এবং নানা ঘটনা ‘ইন্ডিকা’ নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন যা মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল।