সঠিক উত্তর হচ্ছে: ক
ব্যাখ্যা: প্রশ্নের চিত্রগুলোর মধ্যে প্রতিটি বর্গের ভেতরের চিত্রগুলো ১ম এ বাইরে মুখ করে আছে। তারপর ভেতরে তারপর বাহিরে, এবং সর্বশেষ ভেতরের দিকে আছে।তাহলে ৫ম চিত্রটিতে বর্গের ভেতরের ছোট চিত্র দুইটি বাইরের দিকে মুখ করে থাকবে।যেহেতু অপশনে এরকম দুটি উত্তর আছে, তাই আরো ভাব্লে দেখা যায় প্রশ্নের ৪ নম্বর চিত্রটি অপশনের গ নম্বরের বিপরীত।দিকে মুখ করে আছে কিন্তু এক ই চিত্র পাশাপাশি হবে না।কারণ প্রশ্নে এমন করে কোনটিই দেওয়া নেই। এজন্যে ক নম্বর উত্তর হওতা যুক্তিযুক্ত।