সঠিক উত্তর হচ্ছে: ৫৪ টি
ব্যাখ্যা: কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ ( Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। এই সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। [তথ্যসূত্রঃ commonwealth.org]