আলোক উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হলে আমরা বস্তুকে স্বাভাবিকভাবে দেখতে পাই। মাংসপেশির সাহায্যে লেন্সের বক্রতা পরিবর্তন করে ফোকাস দূরত্ব কম বেশি করা যায়। ফলে দূরের বা কাছের সব বস্তুই আমরা দেখতে পাই। একে চোখের উপযোজন বলা হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।