কাটা স্থানের চারিদিকে রক্ত কণিকাস্থ অণুচক্রিকা কর্তৃক সৃষ্ট সিরোটোনিন নামক হরমোন রক্তবাহী নাড়ীকে সংকুচিত করে এবং এই অণুচক্রিকাগুলো রক্তরসের থ্রম্বোপ্লাস্টিন রঞ্জক থেকে কাটা স্থানে “ফাইব্রিন” নামক তন্তু তিরী করে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে রক্ত জমাট বাঁধে।