সঠিক উত্তর হচ্ছে: মনীষা মঞ্জুরী
ব্যাখ্যা: \'মনীষা মঞ্জুষা\' বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ এনামুল হক (১৯০৬ - ১৯৮২)খ্রি রচিত এক সংকলন গ্রন্থ। দু খণ্ডের এ গ্রন্থের প্রথম খণ্ড ১৯৭৫ সালে এবং দ্বিতীয় খন্ড ১৯৭৬ সালে প্রকাশিত হয়। \'আধুনিক ভাষাতত্ত্ব \'গবেষণা গ্রন্থটি রচনা করেন আবুল কালাম মনজুর মোরশেদ । \'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান\' গ্রন্থটি সম্পাদনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। উল্লেখ্য ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত আরেকটি ভাষাতত্ত্ব হলো \'বাংলা ভাষার ইতিবৃ্ত্ত।