সঠিক উত্তর হচ্ছে: চর্যাগীতিকোষ
ব্যাখ্যা: আবিষ্কৃত পুঁথিতে চর্যা-পদাবলির যে নাম পাওয়া যায় সেটি হল \'চর্যাচর্যবিনিশ্চয়\'। কিন্তু আবিষ্কৃত পুঁথিটি যেহেতু মূল পুঁথি নয়, মূল পুঁথির নকলমাত্র এবং মূল পুঁথিটি (তিব্বতি পুঁথি) যেহেতু এপর্যন্ত অনাবিষ্কৃত। \n\nআধুনিক গবেষকগণ তেঙ্গুর গ্রন্থমালা থেকে অনুমান করেন মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতিকোষ।