সঠিক উত্তর হচ্ছে: 80 মিটার
ব্যাখ্যা: ধরি, প্রস্থ \'ক\' মিটার ও দৈর্ঘ্য (৩/২)ক মিটার।
\nপ্রশ্নমতে, ক্ষেত্রফল = ৩৮৪ বর্গমিটার
\nবা, দৈর্ঘ্য x প্রস্থ = ৩৮৪
\nবা, ক x (৩/২)ক = ৩৮৪
\nবা, ক২ = (৩৮৪ x ২) / ৩ = ২৫৬
\nবা, ক = ১৬
\nতাই, প্রস্থ ১৬ মিটার ও দৈর্ঘ্য (৩/২)১৬ = ২৪ মিটার।
\nসুতরাং, পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১৬ + ২৪) = ৮০ মিটার।