সঠিক উত্তর হচ্ছে: সিমেন্ট
ব্যাখ্যা: ক্লিংকার সিমেন্ট তৈরির প্রধান সেকেন্ডারি কাঁচামাল। চুনাপাথর ও কর্দম বা মাটিকে অত্যধিক তাপে ছোট দানাদার জাতীয় বস্তুতে রূপ দেওয়া হয়। একে ক্লিংকার বলা হয়।
পরবর্তীতে এই ক্লিংকারের সাথে জিপসাম মিশিয়ে চূর্ণ করে সিমেন্ট তৈরি হয়।
বাংলাদেশে ছাতক সিমেন্ট কারখানা ও লাফার্জ সুরমা কারখানা নিজেরা ক্লিংকার তৈরি করে। অন্যসব সিমেন্ট কারখানা বিদেশ হতে ক্লিংকার আমদানি করে সিমেন্ট তৈরি করে থাকে।
বাংলাদেশে গত অর্থবছরে প্রায় ৮৭.৮৬ কোটি মার্কিন ডলারের ক্লিংকার আমদানি করা হয়।
(সূত্র: প্রথম আলো ও বাংলাদেশ ব্যাংক)