সঠিক উত্তর হচ্ছে: গাজী মাযহারুল আনোয়ার
ব্যাখ্যা: গাজী মাজহারুল আনোয়ার (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৪৩) বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার।\nউল্লেখযোগ্য গানসমূহ: জয় বাংলা, বাংলার জয়,আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার,জন্ম আমার ধন্য হল মাগো ইত্যাদি