সঠিক উত্তর হচ্ছে: তিন
ব্যাখ্যা: সমীভবন কয় প্রকার?\nসমীভবন তিন প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন ও অন্যোন্য সমীভবন।
\nপ্রগত সমীভবন:
\nযে সমীভবনে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, তাকে বলে প্রগত সমীভবন।
\nযেমন: পদ্ম > পদ্দ, মহাত্মা > মহাত্তা
\nএকটু বিশ্লেষণ করে দেখি: পদ্ম > পদ্দ উদাহরণটি ভাঙলে পাই\nপ্ + অ + দ্ + ম্ + অ > প্ + অ + দ্ + দ্ + অ।
\nদেখা যাচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জন দ্ -এর প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ম্ বদলে গিয়ে দ্ হয়ে গেছে। \nকার প্রভাব, কী করে বুঝবো?\nম্ -এর বদল ঘটেছে, দ্ -এর বদল ঘটেনি। এ থেকেই বোঝা যাচ্ছে যে প্রভাবটা দ্ -এর। মনে রাখতে হবে, যার বদল ঘটবে না, প্রভাব তার। এটাই পৃথিবীর নিয়ম, দুর্বলকেই সবলের কাছে যেতে হয়, সবল দুর্বলের কাছে যায় না। যার প্রভাব, তাকে সবল ধরবো।
\nপরাগত সমীভবন: \nযে সমীভবনে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, তাকে পরাগত সমীভবন বলে।
\nযেমন: দুর্গা > দুগ্গা , কর্ম > কম্ম
\nএখানে দেখুন, প্রথম উদাহরণে গ্ -এর প্রভাবে র্ বদলে গ্ হয়ে গেছে। দ্বিতীয় উদাহরণে ম্ এর প্রভাবে র্ বদলে ম্ হয়ে গেছে। তাই এগুলো পরাগত সমীভবন।
\nঅন্যোন্য সমীভবন: \nযে সমীভবনে পারস্পরিক প্রভাবে উভয় ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, তাকে অন্যোন্য সমীভবন বলে।
\nযেমন: বৎসর > বচ্ছর, উৎসব > উচ্ছব