সঠিক উত্তর হচ্ছে: শহুরে
ব্যাখ্যা: সিন্ধু বা হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। এর সময়কাল ছিল ২৫০০ – ১৭৫০ খ্রিস্ট পূর্বাব্দ| এর উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল। অনেকে লোথাল কে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলেছেন । এখানে ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছে। এটি বর্তমান গুজরাট রাজ্যের অংশ ছিল।