সঠিক উত্তর হচ্ছে: এক রাজার নাম
ব্যাখ্যা: অনেক পুরনো কিছু বোঝাতে আমরা \'মান্ধাতার আমল\' কথাটি ব্যবহার করে থাকি। মূলত মান্ধাতা একজন হিন্দু পুরাণের চরিত্রের নাম ছিল। যিনি সূর্যবংশ অর্থাৎ রামচন্দ্রের বংশের এক অতিপ্রাচীন রাজা। সব মিলিয়ে রাজা মান্ধাতা বহু বছর আগে রাজকার্য পরিচালনা করেছেন। অর্থাৎ ‘মান্ধাতা’ হলো একজন রাজার নাম।