সঠিক উত্তর হচ্ছে: ১৮২০-১৮৮৬
ব্যাখ্যা: অক্ষয়কুমার দত্ত বাঙালির মধ্য প্রথম বিজ্ঞানমনস্ক লেখক। তিনি একাধারে বৈজ্ঞানিক, তাত্ত্বিক, দার্শনিক ও সমাজতত্ত্ববিদ। অক্ষয়কুমার দত্ত ছিলেন \'\'তত্ত্ববোধিনী\'\' পত্রিকার সম্পাদক। তার রচিত পাঠ্যপুস্তকের মাঝে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল \'\'চারুপাঠ\'\'। তিনি ১৮২০ সালে জন্মগ্রহণ করেন, ১৮৮৬ সালে মৃত্যুবরণ করেন।