সঠিক উত্তর হচ্ছে: সংখ্যাবাচক বহুব্রীহি
ব্যাখ্যা: পদের শুরুতে সংখ্যাবাচক শব্দ থেকে সমস্তপদ যদি বিশেষণ বুঝায় তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। দশ আনন যার = দশানন একটি সংখ্যাবাচক বহুব্রীহি। আর যদি সমস্তপদটি বিশেষ্য বোঝায় সেটি দ্বিগু সমাস। যেমন - সপ্ত অহের সমাহার = সপ্তাহ একটি বিশেষ্য পদ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরন ৯ম-১০ম শ্রেনী]