সঠিক উত্তর হচ্ছে: ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা: অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন। রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন। উৎসঃ Hello BCS লেকচার।