সঠিক উত্তর হচ্ছে: কাঁদো নদী কাঁদো
ব্যাখ্যা: অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর একটি দার্শনিক মতবাদ। সৈয়দ ওয়ালীউল্লাহ্ ফরাসী অস্তিত্ববাদী জাঁ পল সার্ত্রের দর্শন দ্বারা প্রভাবিত। তাঁর ‘চাঁদের অমাবস্যা’, ‘কাঁদো নদী কাঁদো\' (১৯৬৮) উপন্যাসে সমকালীন ফরাসি দর্শন এবং সার্ত্রের অস্তিত্ববাদের প্রভাব লক্ষণীয়। শওকত ওসমানের গল্পগ্রন্থ ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী আবু জাফর শামসুদ্দীনের উপন্যাস ‘সংকর সংকীর্তন’ । [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]