নিচের অপশন গুলা দেখুন
- Positive-Negative
- Left-Right
- PLUS-MINUS
- ON-OFF
বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট (Bit) বলা হয়। কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রপাতির দশমিক পদ্ধতির ১০ টা অবস্থা বুঝার চেয়ে বাইনারি পদ্ধতির ২ টা অবস্থা বুঝা বেশ দ্রুত ও সুবিধাজনক। এই দুইটি অবস্থার একটি Logic Level এ 0; এর মানে OFF, Low, False, NO হিসেবে ধরা হয়। অন্যটি Logic Level এ 1; এর মানে ON, High, True, Yes হিসেবে ধরা হয়।