সঠিক উত্তর হচ্ছে: ১৯২২ সালে
ব্যাখ্যা: তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে মারা যান প্রাচীন ইতিহাসের সবচেয়ে আলোচিত ফারাও রাজা তুতেনখামেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। কয়েক শতাব্দী থেকে তুতেনখামেনকে নিয়ে চালু আছে অনেক গল্প-উপকথা। তাই ১৯২২ সালে তার সমাধি আবিষ্কারের পরপরই শুরু হয় গবেষণা, খুলতে থাকে রহস্য জট। কিন্তু এখনো সব রহস্যের সমাধান মেলেনি।